রবিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৫১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : প্রচন্ড তাপদাহের কারণে অস্থির হয়ে পড়েছিল দেশের প্রায় অধিকাংশ এলাকা। টানা কয়েক দিনের তীব্র তাপদাহে হাঁপিয়ে উঠেছিলো জনজীবন।ভ্যাপসা গুমোট আবহাওয়ায় মানুষ কেবল বৃষ্টির কামনায় করছিলো। তাপদাহের ফলে জ্বর, নিউমোনিয়া, শ্বাস কষ্ট সহ নানা রোগজীবানুর কবলে পড়ে চিকিৎসা নিতে হয়েছিলো শিশু ও বৃদ্ধদের। অবশেষে নেমে এলো স্বস্তির পরশ।
নওগাঁর পতœীতলাসহ দেশের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টি। রাত থেকেই আকাশে মেঘ জমে ছিল। ভোর রাত থেকেই দু-এক ফোঁটা করে বৃষ্টি ঝড়ছিলো। তবে সকাল ৯টা থেকে শুরু হয় বৃষ্টি। এ দিকে বৃষ্টির কারণে জেলাবাসীর মনে স্বস্তি ফিরলেও ভোগান্তিতে পড়েছে কর্মজীবী মানুষ। বৃষ্টির কারণে কাজে যেতে পারছেন না সাধারন খেটে খাওয়া মানুষরা।
এ বিষয়ে বদলগাছি আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানান,বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘তিতলি’র প্রভাবে সারা দেশে বৃষ্টি হচ্ছে। এটি আর ১-২ দিন থাকতে পারে বলে তিনি যানিয়েছেন।