মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০২:১৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা থেকে বাসায় ফিরেই মারা গেলেন রাজশাহীর নির্বাচন কর্মকর্তা। রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিসে কর্মকরত নির্বাচন কর্মকর্তা নিয়ামুল ইসলাম।
রবিবার সকালে সাগরপাড়া নিজ বাস ভবনে মারা গেছেন। গত শনিবার ঢাকায় প্রশিক্ষণ শেষে নির্বাচন কর্মকর্তা নিয়ামুল ইসলাম ট্রেনযোগে রাজশাহীতে ফিরেন। ভোর সাড়ে ৫টার দিকে তিনি রাজশাহী স্টেশনে নেমে নগরীর সাগপাড়া বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন।
তবে বাড়িতে ঢুকার সঙ্গে সঙ্গেই গেটের সামনেই তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হোন। এরপর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে নিয়ামুল ইসলাম স্ত্রীসহ তিন মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, নিয়ামুল ইসলাম আঞ্চলিক নির্বাচন অফিসে নির্বাচন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি কয়দিন আগে নির্বাচন কমিশনের ডাকে ঢাকায় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষণ গ্রহণ করতে গিয়েছিলেন। সেখান থেকে রবিবার ভোরে ট্রেনযোগে রাজশাহীতে ফেরেন এই কর্মকর্তা ।