প্রিয়জন
আমানুল্লাহ আমান
প্রিয় থেকে অতিপ্রিয়, হতে চাই মন;
কাছে থেকেও বহুদূরে, হয়না কেন আপন?
অজুহাত আছে তবে নেই তো অভিযোগ;
অভিমানী চেহারাটায় এসেছে পরিবর্তন।
অগ্নিঝরা মার্চ থেকে সবশেষ নভেম্বর
দীর্ঘকাল অদেখার পর বহুদূরে আবার।
মহামারী বাধা হলেও, নেই তো কোনো ফাটল
আশায় বিভোর, ডাকবে প্রিয় ‘ছেলেটা পাগল’!
নেই আপত্তি, নেই বিপত্তি, ভদ্র নম্রও বটে
স্বল্পভাষী সেই তুমি কবে পাশে রবে?
কঠিন সময় আসবে সাথে বাধাবিপত্তির ঢেউ;
মানঅভিমান ভুলে গিয়ে, সম্মুখ যাত্রাই শ্রেয়।
আবার তুমি বহুদূরে, অনিশ্চিত ফেরা;
আসবে ফিরে আশায় বিভোর, রয়ে গেছে কথা।
সৃষ্টিকর্তা সহায় হবেন, ঘটবে অবসান
সংশয় নয়, বিরক্তি জয়ে আসবে সুসময়;
সব ছাড়িয়ে নিকটতম তুমিই প্রিয়জন।