নওগাঁর মান্দায় ১২৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির নাম জ্যোতিন্দ্রনাথ দাস অরূফে জ্যোটা বৈরাগী (১২৫)। বার্ধক্য জনিত কারণে তাঁর মৃত্যু হয়। তিনি উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাবাইহাট গ্রামের বাসীন্দা।
পারিবারিক সূত্রে জানাগেছে আজ মঙ্গলবার সকাল আট ঘটিকার দিকে তাঁর মৃত্যু হয়। সূত্রে জানা যায়, সাবাইহাটের আশপাশে অধিকাংশ জমিজমার অধিকারী ছিলেন প্রয়াত জ্যোটা বৈরাগী। মৃত্যুকালে তিনি- তিন ছেলে, পাঁচ মেয়ে, নাতি-নাতনি,পরিনাতিসহ অসংখ্য ভক্ত, গুণগ্রাহী রেখে যান।
সকাল এগারো ঘটিকার দিকে সামাজিক ভাবে সিঁদুর পানিয়া মহাশ্মাণে তাঁর সৎকার করা হয় বলে বৃদ্ধের নাতনি পার্বতী রানী দাস জানিয়েছেন। ধারণা করা হচ্ছে তিনিই মান্দা উপজেলার মধ্যে সর্বোচ্চ বয়সী ব্যক্তি ছিলেন।