চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) গুচ্ছ পদ্ধতিতে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এই আয়োজনে যুক্ত থাকতে চাইলে সব সময় দরজা খোলা রাখবেন তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা।
আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) তিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৈঠক করেন। সেই বৈঠকে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার সিদ্ধান্তে একমত পোষন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। এই আয়োজনে সমঅংশীদারত্ব নিশ্চিত করার শর্তে বুয়েটের জন্য দরজা খোলা রেখেছেন তারা।
জানা গেছে, বৈঠকে ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি নির্ধারণ, পরীক্ষার মানবণ্টন প্রভৃতি বিষয়ে নীতিমালা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভর্তি পরীক্ষার জন্য একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হবে। সেখানে ইউজিসি’র প্রতিনিধিও থাকবেন। প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে আগে যেভাবে পরীক্ষা ও মানবণ্টন হতো, তা-ই বহাল থাকবে। স্বস্ব বিশ্ববিদ্যালয়ে লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা দিতে হবে।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম শেখ বলেন, আজকের বৈঠকে থাকতে পারিনি তবে আমাদের প্রতিনিধি উপস্থিত ছিলেন। বুয়েটকে আমরা সম্মান করি, তারা আমাদের সঙ্গে আসুক, সেটা চাই। তবে সমঅংশীদারত্বের ভিত্তিতে নেতৃত্ব থাকতে হবে। বুয়েট না আসলে তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয় নিয়ে এবার গুচ্ছ ভর্তিতে পরীক্ষা আয়োজন করা হবে। এই আয়োজনে বুয়েট অংশগ্রহণ করলে আগের মতোই পরীক্ষাকেন্দ্র চারটা হবে।