স্পা প্রেসেন্টস পল্লবী থানা অন্তঃ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২০ এর উদ্ভাবন করা হয়েছে বৃহস্পতিবার রাতে। উক্ত টুনামেন্টে দুই গ্রুপে ভাগ হয়ে মোট ১০টি টিম অংশগ্রহণ করবে। টুর্নামেন্টের উদ্বোধন করেন পল্লবী জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার পল্লবী জোন. ডিএমপি জনাব মোঃ আরিফুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার পল্লবী জোন ডিএমপি ঢাকা জনাব মোঃ শাহ কামাল, সহকারী পুলিশ কমিশনার মিরপুর জোন জনাব মঈনুল ইসলাম। উপস্থিত ছিলেন আয়োজক কমিটির প্রধান পল্লবী থানার ওসি কাজী ওয়াজেদ আলী, পল্লবী থানার ইন্সপেক্টর তদন্ত আবু সাঈদ আল মামুন।
টুর্নামেন্ট আয়োজনে সমন্বয় করছেন পল্লবী থানার এস আই সজিব খান, এসআই আরিফ হোসেন, কনস্টেবল তোফাজ্জল হোসেন সহ আরো অনেকে। স্পন্সর স্পা ড্রিংকিং ওয়াটার। ২৪ ডিসেম্বর শুরু হওয়া এই টুর্নামেন্টে খেলা চলবে ১ জানুয়ারি পর্যন্ত। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার ছিল ঢাকাটাইমস টোয়েন্টি ফোর ডটকম।
বৃহস্পতিবার টুর্নামেন্টের প্রথম দিনে ৫ টি ম্যাচ হয়। প্রথম ম্যাচ স্মেশারস টিম সানরাইজার্স এর সাথে জয়লাভ করে। বিজয়ী টিমে ছিলেন এসি পল্লবী জোন শাহ কামাল ও এসি মিরপুর জোন এম এম মঈনুল ইসলাম। পরবর্তী ম্যাচ জয়লাভ করেন গ্লাডিয়টরস এর ওসি ওয়াজেদ আলী ও এস আই তোয়াবুল ইসলাম খান। অন্য একটি ম্যাচে জয়লাভ করেন সুপার বয়েস টিমের এসআই সজিব খান ও এসআই আরিফ হোসেন। শেষ ম্যাচে জয়লাভ করেন এসআই কাউছার ও এএসআই ফয়সাল।