আজ ২৫ ডিসেম্বর ( শুক্তবার ) সন্ধায় পাবনার বেড়ার সিএন্ডবি সেলিমের কাচাঁমালের আড়তের সামনে থেকে পাবনা জেলা পরিষদের সদস্য ও বেড়া উপজেলার আ, লীগের সহ সভাপতি আঃ হাকিম বসের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে । স্থানীয়রা তাকে উদ্ধার করে সাঁথিয়া হাসপাতালে ভতি করে। ঘটনার প্রত্যক্ষ্যতর্শী মশিউর বলেন, সন্ধার সময় হাকিম বস সেলিমের কাঁচামালের আড়ৎতের সামনে দাড়িয়ে কথা বলছিল হঠাৎ কয়েকজন সন্ত্রাসীরা এসে তাকে গালমন্দ করতে থাকে, তিনি নিষেধ করলে তার উপর হামলা করে, তার চিৎকারে কয়েক জন এগিয়ে আসলে ততক্ষনে সন্ত্রাসীরা ককটেল ফুটিয়ে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে সাঁথিয়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। তার উপর সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও সন্ত্রাসাীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানিয়েছেন বেড়া উপজেলার আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক রমজান আলী, বেড়া পৌর যুব লীগের সভাপতি আল মাহমুদ চৌদ্দ, বেড়া যুব লীগ নেতা ময়সার আলী । সাঁথিয়া থানার ওসি আসাদুজ্জান সত্যতা স্বীকার করে বলেন, এখনো মামলা হয়নি তবে মামলার প্রস্তুুতি চলছে,মামলা হলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
উল্লেখ্য, পাবনার বেড়া উপজেলা পরিষদের উপনির্বাচন নিয়ে আ.লীগের দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিলো,তারই জেরে আজ জেলা পরিষদের সদস্যের উপর সন্ত্রাসী হামলা হতে পারে বলে সাধারণ জনগণের ধারণা।