মুজিব শতবর্ষ উপলক্ষে রাঙামাটিতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরের রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদের সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রানালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।
এ সময় অন্যান্যর উপস্থিত ছিলেন, ডিজিএফআই রাঙামাটি শাখার অধিনায়ক কর্ণেল জিএস ইমরান ইবনে রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহ, মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী কামাল উদ্দীন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমিনসহ রাঙামাটি জেলার সকল মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্য মন্ত্রানালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের সম্মাননা দেয়ার মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করতে হবে। আলোচনা শেষে অতিথিবৃন্দ মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।