কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় দুই গ্রামবাসীর সংঘর্ষে দুই কৃষক নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার সকালে মৃগা ইউনিয়নের প্রজারকান্দা ও শান্তিপুর গ্রামের লোকদের মধ্যে প্রায় দেড় ঘন্টাব্যাপী সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন প্রজারকান্দা গ্রামের নূরুল ইসলামের ছেলে বাদল মিয়া (৪০) ও শান্তিপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মিরাজ মিয়া (৭০)।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুর্শেদ জামান জানান, অটোরিকসায় যাত্রী উঠানোকে কেন্দ্র করে প্রজারকান্দা গ্রামের আতাউর নামে এক ছেলেকে শুক্রবার বিকালে স্থানীয় আমিরগঞ্জ বাজারে শান্তিপুর গ্রামের কয়েকজন ছেলে মারধর করে। এ নিয়ে দুই গ্রামের লোকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
শনিবার বিকালে উভয়পক্ষের মধ্যে শালিশ বসার কথা ছিল। কিন্তু সকালে দুইগ্রামের কয়েকশ মানুষ দেশিয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।
নিহত দুইজনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। আহতদের হবিগঞ্জ ও কিশোরগঞ্জে পাঠানো হয়েছে বলে তিনি জানান।