মার্কিন ওষুধ তৈরির প্রতিষ্ঠান ফাইজার ও জার্মান সংস্থা বায়োএনটেকের তৈরি করোনাভাইরাস টিকা না নিয়ে আরেক মার্কিন সংস্থা মোডার্নার টিকা নেবে দক্ষিণ কোরিয়া। দেশটির দুই কোটি নাগরিকের জন্য টিকা নিতে মডার্নার সঙ্গে চুক্তি করেছে সিউল।
মঙ্গলবার দক্ষিণ কোরিয়া জানিয়েছে, দুই কোটি বাসিন্দার জন্য মর্ডানার টিকা নিতে চুক্তি সই হয়েছে। বার্তা সংস্থা ইয়ানহোপের বরাত দিয়ে এখবর দিয়েছে রয়টার্স।
ব্রিটেনে করোনাভাইরাসের নতুন প্রজাতির সন্ধান পাওয়ার পর বিশ্বে উদ্বেগ বেড়ে গিয়েছে। আরও দ্রুত টিকা পাওয়ার জন্য তোড়জোড় শুরু করেছে দেশুগুলো।
এরই মধ্যে বিশ্বের বেশ কয়েকটি দেশ টিকাদান শুরু করেছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশে একযোগে শুরু হয়েছে টিকাদান। প্রাথমিকভাবে ঝুঁকিতে থাকা ব্যক্তিরা টিকা পাচ্ছেন। তবে সাধারণের কাছে টিকা পৌঁছাতে এখনো কয়েকমাস অপেক্ষা করতে হবে।