পৌর নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী ১৬ জানুয়ারি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট ও বাগমারা উপজেলার ভবানীগঞ্জে পৌর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত মঙ্গলবার মঙ্গলবার এই দুই পৌসভার প্রার্থীদের প্রতীক বরাদ্দ চূড়ান্ত হয়েছে।
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা দুটির নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম প্রতীক বরাদ্দের সময় জানান,
দ্বিতীয় ধাপেও ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। এ সময় তিনি প্রার্র্থিদের আচরণবিধি মেনে নির্বাচনের সুন্দর পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
কাঁকনহাট পৌরসভায় মোট তিনজন মেয়র প্রার্থী রয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী একেএম আতাউর রহমান খান, বিএনপির হাফিজুর রহমান এবং জাতীয় পার্টির প্রার্থী রুবন হোসেন। এই পৌরসভায় ৩৫ জন কাউন্সিলর প্রার্থী রয়েছেন। সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ১৩ জন।
ভবানীগঞ্জ পৌরসভায় মেয়র প্রার্থী চারজন। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র আবদুল মালেক, বিএনপির আবদুর রাজ্জাক প্রামানিক এবং স্বতন্ত্র এসএম মামুনুর রশিদ ও কামাল হোসেন। ভবানীগঞ্জে ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ৩০ জন। এখানেও নারী কাউন্সিলর প্রার্থী ১৩ জন।