চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ বালিয়াদিঘি এলাকায় খাস জমিতে অবৈধভাবে গড়ে উঠা ৩০টি বাড়ি উচ্ছেদ করেছে প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালায় উপজেলা প্রশাসন। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব আল-রাব্বি।
তিনি জানান, উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘি মৌজার বালিয়াদিঘি গ্রামে খাস জমিতে অবৈধভাবে বসবাস করে আসছিল ৩০টি পরিবার। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে খাস জমিতে গড়ে উঠা অবৈধভাবে ৩০টি বাড়ি-ঘর উচ্ছেদ করা হয়। ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলে জানান ভ্রাম্যমান আদালতের বিচারক।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম ও শাহাবাজপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবদুস সোবহানসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।