ইন্টারন্যাশনাল সেন্টার ফর মাইগ্রেশন পলিসি ডেভেলপমেন্ট (আইসিএমপিডি)-এর মাইগ্রেন্ট রিসোর্স সেন্টার বা এমআরসি বাংলাদেশের উদ্দ্যেগে আজ বরেন্দ্র ইউনিভার্সিটি, রাজশাহীতে অনলাইনের মাধ্যমে পরিচালিত একটি ওয়েবিনারের আয়োজন করা হয়।
জার্মানির ফেডারেল ফরেন অফিসের অর্থায়নে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) সহযোগীতায় আইসিএমপিডি- এর নিরাপদ, বিধিসম্মত ও নিয়মিত অভিবাসন
বিষয়ক জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে, স্থানীয় শিক্ষার্থী এবং তরুনদের অভিবাসনের চ্যালেজ্ঞ, সম্ভাবনা এবং সুযোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে এই ওয়েবিনারের আয়োজন করা হয়।
ওয়েবিনারের বরেন্দ্র উইনিভার্সিটি এর পয়ত্রিশ জন ছাত্র-ছাত্রী এবং শিক্ষক মন্ডলী অংশগ্রহন করেন। ওয়েবনারের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সাবেক বিভাগীয় প্রধান- প্রফেসর মাহবুবুর রহমান মূল মূল বক্তব্য উপস্থাপনা করেন। তিনি তাঁর বক্তব্যে বিদেশে বাংলাদেশী অভিবাসী কর্মীদের বর্তমান অবস্থা এবং ভবিষ্যতে নিরাপদ অভিবাসনের সুযোগগুলো নিয়ে আলোচনা করেন।
করোনাকালীন সময়ে শ্রম বাজারে বাংলাদেশী অভিবাসী কর্মীদের চাকুরীকালীন অবস্থা এবং এক্ষেত্রে উত্তোরণের উপায় গুলো কি হতে পারে সেসব তাঁর আলোচনায় স্থান পায়। শিক্ষার্থী এবং তরুন প্রজন্ম কিভাবে অবৈধ পথ পরিহার করে
নিরাপদের বাংলাদেশ সরকার প্রদত্ত পন্থায় বিদেশে অভিবাসী কর্মী হিসেবে যেতে পারেন সে বিষয়ে তিনি তার
বক্তব্যে তথ্য উপাত্ত উপস্থাপন করেন।
এ প্রসংগে তিনি বেতন বৈষম্য, সামাজিক নিরাপত্তার সুযোগ, কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষা এবং অভিবাসী কর্মীদের দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। শিক্ষার্থীরা কি করে দক্ষতা প্রশিক্ষণ অর্জনের মাধ্যমে অভিবাসী কর্মী হিসেবে কাজ করার সুযোগ পেতে পারেন সেসব তিনি তার বক্তব্যে উপস্থাপন করেন।
ওয়েবিনারের উদ্বোধন ও স্বাগত বক্তব্য প্রদান করেন বরেন্দ্র ইউনিভার্সিটি এর মাননীয় প্রো ভাইস
চ্যাঞ্চেলর, জনাব প্রফেসর ডঃ শহিদুর রহমান। অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল সেন্টার
ফর মাইগ্রেশন পলিসি ডেভেলপমেন্ট (আইসিএমপিডি) এর কান্ট্রি কোর্ডিনেটর মো: একরাম হোসেন, এবং
মাইগ্রেন্ট রিসোর্স সেন্টার বা এমআরসি এর কাউন্সিলর রেহেনুমা শারমিন। অনুষ্টানটি সঞ্চালন করেন
এমআরসি কাউন্সিলর এস. এম. রিফাত শাহরিয়ার।
ওয়েবিনার অনুষ্ঠানে উপস্থিত পাবলিক এডমিনস্ট্রেশন বিভাগের চেয়ারম্যান জনাব মোহাম্মদ হাবিনুল্লাহ
সময়াপনী বক্তব্য প্রদান করেন এবং আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে আইসিএমপিডি নিরাপদ, বিধিসম্মত
ও নিয়মিত অভিবাসন বিষয়ক জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এ ধরণের আরোও আয়োজন
করবেন।
ওয়েবিনারে উপস্থিত অংশগ্রহনকারীদের নিরাপদ অভিবাসী বিষয়ক যেকোন সেবা গ্রহনের জন্য
অভিবাসী তথ্য কেন্দ্র (এমআরসি) এর ফোন নম্বর- ঢাকা ০১৭৩০৬৬৬৯৩৬ এবং কুমিল্লা ০১৭১৩০৮৬৩৩০
যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়।