রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভা নির্বাচনে কমিশনার পদে জাহিদ ইকবাল মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। আজ শনিবার বেলা বারো ঘটিকায় প্রভাষক জাহিদ ইকবাল তার কর্মী -সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম উত্তোলন করেন।
কমিশনার পদপ্রার্থী জাহিদ ইকবাল বাগমারা উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফার দপ্তর থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেন। উল্লেখ্য সিডিউল অনুযায়ী তৃতীয় ধাপে আগামী ১৪ ই ফেব্রুয়ারি তাহেরপুর পৌর সভার নির্বাচন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য তরুণ সমাজ সেবক জাহিদ ইকবাল ইতোমধ্যে তাহেরপুর পৌর সভার ০৫ নং ওয়ার্ড জগন্নাথপুর এলাকার জনগণের দোয়া, সমর্থন,শুভেচ্ছা জানিয়ে প্রার্থীতা জানান দিয়েছেন।