রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভা নির্বাচনে পেশাগত দায়িত্বপালনকালে জাতীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী জেলা শাখার সদস্য, মাছরাঙা টেলিভিশনের ক্যামেরাপারসন মাহফুজুর রহমান রুবেল এবং দিপ্ত টিভির ক্যামেরাপারসন রফিকুল ইসলামের ওপর আওয়ামী লীগের বিদ্রোহী মেয়রপ্রার্থী মুক্তার আলীর সমর্থকদের হামলার ঘটনায় সংগঠনের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করে হামলাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে।
একই সাথে শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরে পেশাগত দায়িত্ব পালনকালে তাদের ওপর হামলার ঘটনায় সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শনিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় প্রেরিত এক বার্তায় জাতীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী জেলা শাখার সভাপতি রফিক আলম, সিনিয়র সহ-সভাপতি আবু সালে মোহাম্মদ ফাত্তাহ, সহ-সভাপতি আমীর ফয়সাল সম্রাট, সাধারণ সম্পাদক এস.এইচ.এম. তরিকুল, যুগ্ম সম্পাদক শাহরিয়ার অনতু ও হাবিবুর রহমান পাপ্পু, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন হুমায়ুন,
সহ-সাংগঠনিক সম্পাদক হাবিব আহমেদ, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম বনি, জনকল্যাণ সম্পাদক কামরুজ্জামান বাদশা এবং ক্রীড়া সম্পাদক ফরহাদ হোসেন আদনানসহ অন্যান্য নের্তৃবৃন্দগণ বিবৃতিতে উল্লেখ করেন, তাদের ওপর হামলার ঘটনাটি রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী। পেশাগত দায়িত্ব পালনকালে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা কোনভাবেই কাম্য নয়। এ ধরণের হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি।
যে কারণে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানোর পাশাপাশি অবিলম্বে এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।