রাজশাহী নগরীতে গাঁজাসহ তিনজন মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে নগরীর মতিহার থানাধিন বাজে কাজলা ও মির্জাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো: নগরীর বাজে কাজলা এলাকার মাদক কারবারী নজরুলের স্ত্রী নারী মাদক কারবারী লিপি (৪০), কাটাখালী থানাধিন মাসকাটাদিঘী এলাকার ময়েনের ছেলে আমজাদ (৬৫) ও একই এলাকার আজিরের ছেলে বাদশা (৫০)। এদের মধ্যে লিপির কাছ থেকে ৫০গ্রাম গাঁজা এবং আমজাদ ও বাদশার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিকুর রহমান জানান, মাদক বিরোধী চলমান অভিযানে উপরোক্ত মাদক কারবারীদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।