সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার, রহনপুর পৌরসভা নির্বাচন ২০২১ এবং গোমস্তাপুর উপজেলা নির্বাচন অফিসার উপস্থিত থেকে মেয়র, সাধারণ আসনের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরদের মাঝে প্রতিক বরাদ্দ করেন। মেয়র পদে ১ জনের প্রার্থীতা প্রত্যাহারের পর প্রার্থী রয়েছেন ৭জন।
তারা হলেন, বিএনপি মনোনীত বর্তমান মেয়র তারিক আহমদ (ধানের শীষ), বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত সাবেক মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস (নৌকা), ডা: মু: মফিজউদ্দিন (বিএনপি বিদ্রোহী-সতন্ত্র) নারিকেল গাছ, আশরাফুল হক (বিএনপি বিদ্রোহী-সতন্ত্র) জগ, বাংলাদেশ কংগ্রেস মনোনীত মোসা: জোহনা খাতুন (ডাব), মো: মতিউর রহমান খান (আওয়ামীলীগ বিদ্রোহী-সতন্ত্র) চামুচ ও মো: নুরে আলম সিদ্দিকী (আওয়ামীলীগ বিদ্রোহী-সতন্ত্র) মোবাইল ফোন।
১ জনের প্রার্থীতা প্রত্যাহারের পর সাধারণ আসনের কাউন্সিলর পদে রয়েছেন ৪২ জন। তন্মধ্যে ১নং ওয়ার্ডে-৫ জন, ২নং ওয়ার্ডে- ৪ জন, ৩নং ওয়ার্ডে- ৪ জন, ৪নং ওয়ার্ডে- ৬ জন, ৫নং ওয়ার্ডে- ৩ জন, ৬নং ওয়ার্ডে- ৭ জন, ৭নং ওয়ার্ডে- ৫ জন, ৮নং ওয়ার্ডে- ৩ জন ও ৯নং ওয়ার্ডে- ৫ জন। সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে রয়েছেন ১৭ জন তন্মধ্যে ১নং ওয়ার্ডে- ৩ জন, ২নং ওয়ার্ডে- ৮ জন ও ৩নং ওয়ার্ডে- ৬ জন। রহনপুর পৌরসভায় মোট ভোটারসংখ্যা ২৭হাজার ৯৭। পুরুষ ১৩১৮৪ মহিলা ১৩৯১৩। ভোটকেন্দ্র ১১টি।
আগামী ৩০ জানুয়ারি ব্যালটের মাধ্যমে রহনপুর পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।