রাজশাহীর বাগমরা উপজেলার শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধায় শ্রীপুর টাওয়ার বাজারস্থ দলীয় কার্যালয়ে শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ফিরোজ আহমেদ এর
সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য আকবর আলী, লোকমান আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ইউসুফ আলী, আব্দুর রহমান,নুরুন নাহার, সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, হাসিনা বেগম, সাংগঠিনিক সম্পাদক বজলুর রহমান, দপ্তর সম্পাদক সালাউদ্দিনসহ ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সম্পদক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।