জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী চাচা ও ভাতিজা নিহত হয়েছেন। বুধবার সকালে পৌরসভার পপুলার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সরিষাবাড়ীর বড়বাড়িয়া এলাকার মোজাম্মেলের ছেলে সাইদুল ইসলাম (২০) ও একই এলাকার খোকন মিয়ার ছেলে আকাশ আলী (১৪)। নিহতরা সম্পর্কে চাচা ও ভাতিজা।
সরিষাবাড়ী থানার ওসি রাসেদুল আলম জানান, চাচা-ভাতিজা মোটরসাইকেলে সরিষাবাড়ীর বাউশি এলাকা থেকে বড়বাড়িয়া নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে পৌরসভার পপুলার এলাকায় একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।