গাঁয়ের ছেলে (ছড়া)
—————————-
সাইফুল ইসলাম সরকার
————————————-
এই যে আমি লুঙ্গি পরা
পাগল ছাগল বেশে
গাঁয়ের পথে ঘুরে বেড়াই
খিলখিলিয়ে হেসে।
মালকোঁচা আর গামছা সেঁটে
উঠি গাছের ডালে
খালে বিলে মৎস্য ধরি
নানান রকম জালে।
খালি পায়ে উদোম গায়ে
বেড়াই হেসে খেলে
সারাবেলা মজায় কাটে
আমি গাঁয়ের ছেলে।
প্যান্ট শার্ট আর চশমা পরে
কোট চড়িয়ে গায়ে
এখন আমি ভদ্র সেজে
চুমুক মারি চায়ে।
চটাং চটাং কথা বলে
ঘুরাই ভাগ্য-চাকা
আমার দেহের ভিতরটা তো
মাটির গন্ধ মাখা।
লুঙ্গি পরা এই আমিটাই
সত্যিকারের আমি
প্যান্ট, শার্ট আর চশমা পরে
করি যে ভণ্ডামি।
এখনো যে মাটির গন্ধ
দেহের ভাঁজে ভাঁজে
শহরেতে পালক ঢেকে
আছি ময়ূর-সাজে।
————————————
১৪জানুয়ারি ২০২১।
গোপীনাথপুর
গুরুদাস পুর
নাটোর।