রাজশাহী মহানগরীর মতিহার থানা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সন্ধায় নগরীর মতিহার থানাধীন খোঁজাপুর গোরস্থান সংলগ্ন জাপার কার্যালয়ের সামনে আহ্বায়ক কমিটি গঠন অনুষ্ঠিত হয়। সান্নান সরদারকে সভাপতি এবং মাসুদ রানাকে সাধারণ সম্পাদক করে ৩১ বিশিষ্ট গঠন করা হয়। কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপা কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও রাজশাহী মহানগরের আহবায়ক মোঃ সাইফুল ইসলাম স্বপন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব ড: মোহাম্মদ আবু ইউসুফ সেলিম। জাপা নেতা সান্নান সরদারের সভাপতিত্বে আহ্বায়ক কমিটি গঠন অনুষ্ঠানের সজ্ঞালনায় ছিলেন জাপা নেতা মোঃ মাসুদ রানা ও রহেদ আলী। এছাড়াও অনুষ্ঠানে নগরীর বিভিন্ন থানা জাতীয় পার্টির নেত্রীবৃন্দ, যুবসংহতি সেচ্ছাসেবক পার্টি, মহিলা পার্টি ও ছাত্র সমাজের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।