গাংনী পৌরসভা নির্বাচনে তৃতীয় বারের মত মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী ( নৌকা প্রতীক) আহমেদ আলী। তিনি মোট ৯ হাজার ৪৫০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র আশরাফুল ইসলাম ( জগ প্রতীকে) পেয়েছেন ২ হাজা ৬৫১ ভোট। স্বতন্ত্র মেয়র প্রার্থী মো আশরাফুল ইসলামকে পরাজিত করে তিনি তৃতীয় বারের মত মেয়র নির্বাচিত হলেন।
এর আগে গাংনী পৌর সভার প্রথম নির্বাচিত মেয়র আমিরুল ইসলাম সন্ত্রাসীদের বোমাঘাতে নিহত হওয়ার পর উপনির্বাচনে মেয়র নির্বাচিত হন তিনি। পরে ২০১০ সালে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামীলীগের দলীয় টিকিটে বিপুল ভোটে পৌর মেয়র নির্বাচিত হন। সবশেষ ২০১৫ সালের নির্বাচনে মেয়র আশরাফুল ইসলামের কাছে পরাজিত হন আহমেদ আলী ।
এছাড়া গাংনী পৌরসভার নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী আসাদুজ্জামান বাবলু (ধানের শীষ) প্রতীকে পেয়েছেন ৪৯০ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ( চরমোনাই পীর) এর দলীয় মনোনীত প্রার্থী আবু হুরায়রা ( হাতপাখা প্রতীকে) পেয়েছেন ১৯৩ ভোট, এবং আনারুল ইসলাম বর্সি মার্কা প্রতীকে ভোট পেয়েছেন ৪২ ভোট ।
গাংনী পৌরসভা নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ২০ হাজার ৩৫৭। মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৭৬০ জন ও মহিলা ভোটারের সংখ্যা ১০ হাজার ৫৯৭ জন। ১ নং ওয়ার্ডে আলমগীর হোসেন, ২ নং ওয়ার্ডে মিজানুর রহমান, ৩ নং ওয়ার্ডে সামিউল ইসলাম, ৪ নং ওয়ার্ডে আছাল উদ্দিন, ৫ নং ওয়ার্ডে আতিয়ার রহমান, ৬ নং ওয়ার্ডে নাসির উদ্দীন, ৭ নং ওয়ার্ডে মকছেদ আলী , ৮ নং ওয়ার্ডে হাফিজুল ইসলাম ও ৯ নং ওয়ার্ডে রাশিদুল ইসলাম খোকন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর হয়েছেন ১, ২ ৩ নং ফিরোজা বেগম — ৪, ৫, ৬ নং ওয়ার্ডে ঝর্না বেগম, ৭ ৮ ও ৯ নং ওয়ার্ডে সাজেদা খাতুন নির্বাচিত হয়েছেন।