পাবনায় বেড়ায় মটর সাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার ও তিনজন আরোহী হওয়া থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন সদ্য যোগদানকারী পাবনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান। তিনি বলেন এ ব্যাপারে জেলা পুলিশ কঠোর অবস্থানে থাকবে।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানের দিকনির্দেশনায়
বেড়া মডেল থানার এস আই রফিকুল ইসলাম ও এস আই মেহেদী হাসান সঙ্গীয়র্ফোস সাথে নিয়ে সোমবার বিকেলে উপজেলাধীন ফকির প্লাজার সামনে কাগজ ছাড়া মটর সাইকেলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন।
অভিযানে হেলমেট বিহীন মোটর সাইকেল চালকদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মোট ১ টি মামলা দায়ের করেন এবং মোটর সাইকেল চালকদের হেলমেট কিনতে উৎসাহিত করেন।