একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তারা বলেন, আমাদের অঙ্গীকার ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। মঙ্গলবার বিকালে সাহেববাজার জিরো পয়েন্ট বড় মসজিদ চত্বরে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী জেলা ও মহানগর কমিটি আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
ভাষাসৈনিক আবুল হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক শাহিন আকতার রেনী। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী জেলা কবি কুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ। সমাবেশে বক্তারা বলেন, শহিদ জননী জাহানারা ইমাম অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলন শুরু করেছিলেন। আন্দোলন এখনও অব্যাহত আছে। হঠাৎ করে কোথাকার কে এসে হুঙ্কারে বাংলাদেশ তার আসল লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যাবে এটা হতে পারে না। শহিদ জননী জাহানা ইমাম শিখিয়েছেন ঘাতকদের কিভাবে জবাব দিতে হয়। জাহানারা ইমামের চিন্তাকে সামনে রেখে এদেশের মাটি থেকে তাদের বিতাড়িত করতে হবে।
বক্তারা আরও বলেন, যারা এদেশের জন্য রক্ত দিয়েছে তাদের রক্তের কাছে আমরা ঋণি। লাখ শহিদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আমরা পেয়েছি। কিছু বিপথগামি ব্যক্তি আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করতে চায়। অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে বাধাগ্রস্ত করতে চায়। তাই এদেশের বিরুদ্ধে কেউ যদি ষড়যন্ত্র করে, কেউ যদি এদেশকে পাকিস্তান বানাতে চায় তারা আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে। বাঙালি জাতি বীরের জাতি,আমাদের ঐক্যবদ্ধ হয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠাই হবে এর মক্ষম জবাব। তাই শহিদ জননী জাহানার ইমামের চেতনাকে ধারণ করে অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যেতে হবে।
সমাবেশে স্বাগত বক্তব্য দেন ছাত্রনেতা তামিম শিরাজী। মহানগর ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক শাহ আলম বাদশার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, সেক্টর কমান্ডার্স ফোরাম রাজশাহীর সাধারণ সম্পাদক মনির উজ্জামান উজ্জল, বাংলাদেশ ছাত্রমৈত্রীর মহানগর সভাপতি ওহিদুর রহমান ওহি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা সংগঠক রিদম শাহরিয়ার, বিপ্লবী ছাত্রমৈত্রীর রাজশাহী জেলা সংগঠক রাকিন আবসার অর্নব প্রমুখ। সমাবেশে উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি প্রফেসর সুজিত সরকার ও বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান।