রাজশাহীর বাগমারায় খাল থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে পুলিশ লাশটি উদ্ধার করে। পুলিশ, স্থানীয় লোকজন ও জন প্রতিনিধিরা জানান, আজ সকালে অনন্তপাড়া গ্রামের ৩-৪ জন শিশু দাসপাড়া-অনন্তপাড়া খালে মাছ ধরতে যায়। তারা দাসপাড়া এলাকার খালে কচুরিপানার ভেতরে ডুবে থাকা এক নারীর অর্ধগলিত লাশ দেখতে পায়। এ সময় তারা ভয় পেয়ে তাদের অভিভাবকদের জানায়।
অনন্তপাড়া গ্রামের অভিভাবক লুৎফর রহমান বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানান। পরে চেয়ারম্যান বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। বেলা আড়াইটার দিকে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীর অর্ধগলিত লাশ দেখতে পায়। পরে লাশটি কচুরিপানার ভেতর থেকে উদ্ধার করে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আসলাম আলী বলেন, লাশটি একজন নারীর। তবে তার এলাকা থেকে কোন নারী নিখোঁজ হয়নি। নারীকে সনাক্ত করা যায়নি। দূরের কোনো নারীর লাশ হতে পারে। কেউ হত্যা করে লাশটি কচুরিপানার ভিতর লুকিয়ে রাখতে পারে।
লাশের মাথার নিচে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। খালের পাশ থেকে ওই নারীর ফেলে রাখা একটি গোলাপি রংয়ের ওড়না পুলিশ জব্দ করেছে। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহমেদ বলেন, লাশটি সুরতহাল রিপোর্ট এখনো হয়নি। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। বিশেষজ্ঞ দল আসলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো, মৃত্যু রহস্য এবং পরিচয় উদ্ধারের চেষ্টা করা হবে।