রাজশাহী জেলা পরিষদ সম্মেলন কক্ষে রাজশাহী জেলা পরিষদের মাসিক সভা অনুুষ্ঠিত হয়েছে। রোববার সকালে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের মাসিক সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা শাহানা আখতার জাহান ও সহকারী প্রকৌশলী মাসুদ-ই- মোহাম্মদ এবং প্রধান হিসাবরক্ষক আব্দুল মান্নান।
সভায় কভিড-১৯ এর বরাদ্দকৃত ৫০ লাখ টাকার প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও এডিপি‘র বরাদ্দকৃত ৪ কোটি ১০ লাখ টাকার প্রকল্প ও বাস্তবায়ন সংক্রান্ত বিষয় নিয়ে সদস্যদের সাথে আলোচনা করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা।
সভায় বর্তমান অস্থায়ী কার্যালয়ে জেলা পরিষদের ডাকবাংলো নির্মাণ ও জেলা পরিষদের পুকুর ইজারার দরপত্র বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। জেলা পরিষদের নতুন ভবন নির্মানের রিভাইজ প্রক্কালনের ননটেন্ডার আইটেম কাজের মূল্য নির্ধারনের বিষয় নিয়েও আলোচনা হয়।
মাসিক সভায় সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার বলেন, কভিড-১৯ বরাদ্দ টাকাগুলো যেন সঠিক ভাবে ব্যবহার হয়। করোনাভাইরাসে মানুষের সুরক্ষার জন্য মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবানসহ প্রয়োজনীয় সামগ্রীগুলোতে জেলা পরিষদের লোগো লাগিয়ে ৯টি উপজেলার দরিদ্র মানুষের মাঝে বিতরণ করার আহ্বান জানান।
জেলা পরিষদের মাসিক সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের সংরক্ষিত সদস্য শীউলি রাণী সাহা, রাবিয়া খাতুন, জয় জয়ন্তি সরকার, সাধারণ সদস্য আব্দুস সালাম, গোলাম মোস্তফা, মোফাজ্জল হোসেন, আবুল ফজল প্রাং, আবু জাফর প্রামাণিক, আসাদুজ্জামান মাসুদ, আজিবুর রহমান ও নূর মোহাম্মদ।