গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভা নির্বাচনে নানা জল্পনা-কল্পনা সংশয়ের অবসান ঘটিয়ে বেসরকারী ভাবে পৌর মেয়র নির্বাচিত হলেন আ’লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী (নারিকেল গাছ) প্রতীক মুকিতুর রহমান রাফী। গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে মেয়র পদে ১১ হাজার ১শ’ ৪৯ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী মুকিতুর রহমান রাফী বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকতম প্রতিদ্বন্দ্বি বিএনপি’র প্রার্থী (ধানেরশীষ) প্রতীক পেয়েছেন ৫ হাজার ৪শ’ ৯৪ ভোট। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খন্দকার জাহাঙ্গীর আলম (নৌকা) প্রতীক পেয়েছেন ৫ হাজার ৩৯ ভোট। স্বতন্ত্র প্রার্থী জহুরা খাতুন আনিকা (মোবাইল ফোন) পেয়েছেন ৫০ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাত পাখা) পেয়েছেন ২শ’ ১৮ ভোট।
এ নির্বাচনে মোট ৫ মেয়র প্রার্থীসহ ১৩জন সংরক্ষিত নারী কাউন্সিলর ও ৩৭জন সাধারণ কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। গোবিন্দগঞ্জ পৌরসভায় ৯টি ওয়ার্ডে মোট ১৫টি কেন্দ্রের ৯২টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার ছিলেন ২৯ হাজার ৯শ’ ৭৯ জন। তার মধ্যে মহিলা ভোটার সংখ্যা ১৫ হাজার ৩শ’ ৫ জন এবং পুরুষ ভোটার সংখ্যা ১৪ হাজার ৬শ’ ৭৪ জন। এরিপোর্ট লেখা পর্যন্ত সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলরদের তথ্য পাওয়া সম্ভব হয়নি।