মেহেরপুর – মুজিবনগর সড়কের মোনাখালী নামক স্হানে চলন্ত আলগামনের চাকায় পিষ্ট হয়ে নুর হোসেন (৩) নামের এক শিশু নিহত হয়েছে। শিশু নুর হোসেন মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের রুবেলের পুত্র। আজ রোববার (৩১ জানুয়ারী) সন্ধ্যায় মোনাখালি বাজারের উপর এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত নুর হোসেনের নানা মেহেরপুর বড়বাজার এলাকার কাচাবাজারের ব্যবসায়ী মুনসাদের আলী জানান, তার বাবার সাথে রাস্তা পার হচ্ছিল। হঠাৎ তার হাতটি ছেড়ে নুর হোসেন দৌড় দেয় এসময় একটি চলন্ত স্যালোইঞ্জিন চালিত আলগামন তাকে পৃষ্ট করে চলে যায় ঘটনাস্থলেই মারা যায় নুর হোসেন। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ দারা খান এ তথ্য নিশ্চিত করেছেন।