নওগাঁর সাপাহারে সিভিল সার্জন অফিস থেকে পাঠানো ৫২৩ ভায়াল ভ্যাক্সিন গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পলা কর্মকর্তা ডাঃ মুহাঃ রুহুল আমিন। শুক্রবার দুপুরে ভ্যাক্সিন গ্রহণ করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পলা কর্মকর্তা ডাঃ মুহাঃ রুহুল আমিন জানান, সরকার ঘোষিত অগ্রাধিকার তালিকাভুক্ত এবং ৫৫ বছরের উর্ধ্বে যে কোন নাগরিক অনলাইনে “সুরক্ষা পোর্টাল”
https://www.surokkha.gov.bd/ এর মাধ্যমে রেজিষ্ট্রেশন করে এ টিকা নিতে পারবে।
এ উপজেলায় আগামী ০৭ ফেব্রুয়ারী/২১ থেকে “কোভিশিল্ড” ভ্যাক্সিন প্রদান শুরু হবে।