কক্সবাজারের উখিয়া উপঝেলার সীমান্তবর্তী ঘুমধুম সীমান্ত এলাকায় বিজিবির সঙ্গে মাদক চোরাকারবারিদের ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। তারা রোহিঙ্গা বলে জানিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীটি।
সোমবার ভোররাতে নাইক্ষ্যংছড়ির ৩নং ঘুমঘুম ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গর্জনবুনিয়া চাকমাপাড়ার পাহাড়ের ঢালু এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে এক লাখ পিস ইয়াবা ও অস্ত্র জব্দ করা হয়েছে।
কক্সবাজার-৩৪ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. ইয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা দুই রোহিঙ্গা হলেন উখিয়ার কুতুপালং লাম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-১, ব্লক-বি/৩ এর বাসিন্দা ফোরকান আহমেদের ছেলে জোবায়ের এবং কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১, ব্লক-সি এর বাসিন্দা মৃত আমির হামজার ছেলে দীল মোহাম্মদ।
বিজিবি কর্মকর্তা ইয়ার হোসেন জানান, কতিপয় ইয়াবা চোরাকারবারির বিপুল ইয়াবা নিয়ে মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করার খবর আসে বিজিবির কাছে। এমন সংবাদে রেজুপাড়া বিওপি’র দুটি আভিযানিক টহল দল সীমান্ত পিলার-৪০ হতে আনুমানিক ৩ কিমি বাংলাদেশের অভ্যন্তরে নাইক্ষ্যংছড়ির ঘুমঘুমের ৮নং ওয়ার্ডের গর্জনবুনিয়া চাকমাপাড়া ব্রিজের পূর্ব পাশে পাহাড়ের ঢালুতে অবস্থান নেয়। রাতের প্রথম প্রহরে ৫-৬ জনের একটি দলকে পাহাড়ি এলাকা দিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবির দল। এ সময় চ্যালেঞ্জ করা হলে তারা দুইভাগে বিভক্ত হয়ে হাতে থাকা অস্ত্র দিয়ে টহলদলকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোঁড়ে। নিজেদের রক্ষার্থে টহলদলও পাল্টা গুলি ছোঁড়ে। একপর্যায়ে চোরাকারবারিরা পাহাড়ি জঙ্গলের ভেতরে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। তাদের পাশে ইয়াবা সদৃশ বস্তু ও দেশীয় তৈরি দুটি একনলা বন্দুক পড়ে থাকতে দেখে।
আহতদের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের নামঠিকানা জানা যায় বলে জানান তিনি।
ইয়ার হোসেন আরও বলেন, ‘গোলাগুলির ঘটনায় বিজিবি ২ সদস্য আহত হন। তাদেরও উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে প্রাথমিক চিকিৎসা করানো হয়। ঘটনাস্থল হতে এক লাখ পিস ইয়াবা, দেশীয় তৈরি একনলা দুটি বন্দুক, ৪ রাউন্ড বন্দুকের কার্তুজ ও দুটি খালি খোসাজব্দ করা হয়। এ ব্যাপারে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।