টাঙ্গাইলের গোপালপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে খলিল (৩৫) নামে এক যুবক নিহত ও কার্যালয় ভাঙচুরের ঘটনায় দুটি মামলা করা হয়েছে।
এ মামলায় আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে নিহত খলিলের বাবা নছিম উদ্দিন বাদী হয়ে এ মামলা করেন। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে।
অন্যদিকে, আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয় ভাঙচুরের ঘটনায় রফিকুল ইসলাম হীরা বাদী হয়ে ওপর মামলাটি করেন।
এর আগে সোমবার সন্ধ্যায় এই সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটে।
গোপালপুর থানার ওসি মোশাররফ হোসেন জানান, নিহত খলিলের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। গোপালপুর পৌর এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
১৪ ফেব্রুয়ারি গোপালপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রকিবুল হক ছানা। বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি খন্দকার গিয়াস উদ্দিন। এছাড়াও বিএনপি প্রার্থী খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল এবং স্বতন্ত্র প্রার্থী মো. শাহজাহান প্রতিদ্বন্দ্বিতা করছেন।