রাস্তা ভেসে যাচ্ছে লাল রংয়ের পানিতে। তার মধ্যে দিয়েই চলছে গাড়ি। হেঁটে পারাপার হচ্ছেন সাধারণ মানুষ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এমন কয়েকটি ছবি এবং ভিডিও, যা দেখার পর অবাক হয়েছেন অনেকে। আবার কেউ ভয়ও পেয়ে যান। কীভাবে পানি এমন লাল হয়ে গেল? এমন প্রশ্নই করছেন অনেকে।
জানা গেছে, সম্প্রতি ইন্দোনেশিয়ার পেকালোংগান গ্রামে এই দৃশ্যর দেখা মিলেছে। যেখানে রাস্তা ডুবে গেছে লাল পানিতে। তার মধ্যে দিয়েই সাধারণ মানুষ যাতায়াত করছেন। যাচ্ছে বাইক-গাড়ি-স্কুটিসহ অন্য যানবাহন। কিন্তু নেট দুনিয়ায় এই ছবি দেখে অনেকে আঁতকে ওঠেন।
পরবর্তীতে সত্যিটা সামনে আসে। পরিষ্কার হয় এর কারণ। আসলে ওই এলাকায় কাপড়ে ফেব্রিক প্রিন্টিংয়ের কাজ হয়। অর্থাৎ ‘বাটিক’ রয়েছে। সম্প্রতি গোটা এলাকা বন্যার জলে ডুবে রয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কেউ ইচ্ছাকৃতভাবে লাল রং পানিতে মিশিয়ে দিয়েছে। আর তাই গোটা এলাকার পানি লাল হয়ে গেছে। তবে এই প্রথম নয়, এর আগেও এই এলাকার একটি গ্রামে বন্যার পানিতে রং ঢেলে দেওয়ায় তা সবুজ বর্ণ ধারণ করে। আরেকবার আবার বেগুনি রংয়ের পানিও দেখা গিয়েছিল।