করোনাভাইরাসের টিকা প্রয়োগের চতুর্থ দিনে রাজশাহী বিভাগের ১৭ হাজার ৯৭১ জন টিকা গ্রহণ করেছেন। বুধবার বিভাগের আট জেলায় তারা টিকা নেন। সন্ধ্যায় বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, টিকা প্রয়োগের প্রথম দিন রোববার টিকা নিয়েছিলেন ৩ হাজার ৭৫৭ জন। সোমবার দ্বিতীয় দিনে টিকা নিয়েছিলেন ৫ হাজার ৬৪২ জন। তৃতীয় দিনে টিকা নেন ১৩ হাজার ১১৪ জন। চার দিনে মোট টিকা নিয়েছেন ৪০ হাজার ৮৪ জন।
বুধবার বিভাগের রাজশাহী জেলার ৯ উপজেলায় টিকা নিয়েছেন ৩ হাজার ৫২ জন। রাজশাহী মহানগরে এ দিন টিকা নিয়েছেন ২ হাজার ১১৭ জন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ৮৫৯ জন, নাটোরে ২ হাজার ৩৭ জন, নওগাঁয় ৩ হাজার ৪১৮ জন, পাবনায় ১ হাজার ৭৭৩ জন, সিরাজগঞ্জে ১ হাজার ৫১২ জন, বগুড়ায় ১ হাজার ৯৮৮ জন এবং জয়পুরহাটে ১ হাজার ২১৫ জন টিকা নিয়েছেন।
টিকা গ্রহণকারী মোট ১৭ হাজার ৯৭১ জনের মধ্যে ১২ হাজার ৬৮৭ জন পুরুষ এবং ৫ হাজার ৮৮৪ জন নারী।