নিখোঁজের চার দিন পর পাবনা সদর উপজেলার ভাড়ারা এলাকা থেকে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বেলাল হোসেন (১৪)। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। সে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার চোরমপুর গ্রামের আফজাল হোসের ছেলে ও শ্রীকোল ফুরকানিয়া মাদ্রাসার ছাত্র ছিল।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ পরির্দশক (এসআই) অসিত কুমার বসাক জানান, গত ৯ ফেব্রুয়ারী বেলা ১২ টার দিকে বেলাল হোসেন তার বাবার ভ্যান গাড়ি নিয়ে বাড়ি থেকে বেড় হয়ে আর ফিরে আসেনি।
এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। শনিবার দুপুরে পাবনা সদর উপজেলার ভাড়ারা মসজিদের পাশের ক্যানেলে কচুরিপানার ভেতর একটি মরদেহ ভাসতে দেখে পুলিশ কে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ ও ক্যানেলের পাশ থেকে ভ্যান গাড়িটি উদ্ধার করে। মরদেহ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ মুকুল হোসেন নামের একজনকে আটক করেছে আটককৃত মুকুল হোসেন আতাইকুলা থানার চোরমপুর গ্রামের আব্দুল হাই এর ছেলে।