অমর একুশে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এবং আল আকসা একুশে টাওয়ার এর নির্মাণ কাজের শুভ উদ্বোধন উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় নগরীর সিএন্ডবি মোড় সংলগ্ন একুশে টাওয়ার এর জায়গায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
অনুষ্ঠানে তিনি বলেন, সকলের সহযোগিতায় রাজশাহীকে আমরা পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে চাই। ঢাকার মতো কনক্রিটের নগরী হিসেবে গড়তে চাই না। যে জন্য পরিকল্পিতভাবে বহুতল ভবন নির্মাণ করতে হবে। এজন্য আরডিএ, রেডা ও সিটি কর্পোরেশন সমন্বয় করে কাজ করছি। অন্য শহরের তুলনায় রাজশাহী হবে ব্যতিক্রম।
ডেভেলপারদের উদ্দেশে রাসিক মেয়র বলেন, আপনারা ব্লিডিং কোড মেনে ও নিরাপত্তা ব্যবস্থা রেখেই ভবন নির্মাণ করবেন। ভবনে সবুজের মিশ্রণ রাখবেন। ঝুলানো গাছ ও ফুল গাছের সমারহ করবেন। ভবনগুলোকে দৃষ্টিনন্দন করে গড়বেন।
মেয়র বলেন, শহরের উত্তরদিকে নতুন শহর গড়ে তুলতে আমি বিনোয়োগকারীদের অনুরোধ করছি। সেই নতুন শহরে ৪০ শতাংশ জায়গা ফাঁকা রেখে বাকি ৬০ শতাংশে অবকাঠামো উন্নয়ন করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন আল আকসা ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স এসোসিয়েশনের (রেডা) সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজী। তিনি বলেন, ২০১৪ সালে আল আকসা যাত্রা শুরু করে। এই সময়ে ৪টি প্রজেক্ট নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করেছি। বর্তমানে ৮টি প্রজেক্ট চলমান আছে। পাইপলাইনে আছে আরও কয়েকটি প্রজেক্ট। আমরা নিয়মশৃঙ্খলা মেনে দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করছি।
আমরা ভবনগুলোর নাম আমাদের ইতিহাসের সেরা অর্জনগুলোর নামে দিচ্ছি। যাতে নতুন প্রজন্মের মনে সেই নাম নিয়ে কৌতুহল হয়, সেখান থেকে তার জানার আগ্রহ তৈরি হয়। একুশে টাওয়ার ছাড়ারও সিএন্ডবি মোড়ের পাশে স্বাধীনতা টাওয়ার ও লক্ষ্মীপুরে বিজয় টাওয়ার নামে ভবন নির্মাণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, ২০১০ সালেও রাজশাহীতে এতো উন্নত ও সুন্দর ছিল না। রাজশাহী নগরীকে বিশে^র অন্যতম পর্যটন নগরী হিসেবে গড়তে তুলতে আমাদের প্রধানমন্ত্রীর নিকট আমরা সহযোগিতা কামনা করছি। প্রধানমন্ত্রী যদি আমাদের সহযোগিতা করেন, তাহলে আগামী কয়েক বছরে দৃষ্টিনন্দন বহুতল ভবন নির্মাণের পাশাপাশি এই শহরকে পর্যটন নগরীতে পরিণত করব।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন আল আকসার চেয়ারম্যান আশরাফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সালেহ-উর-রহমান, রেডা সভাপতি তৌফিকুর রহমান লাবলু, ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুল হক পাভেল, আল আকসার প্রথম প্রজেক্টের ল্যান্ড ওনার মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে ফ্ল্যাট ওনারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।