চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো.শহিদুল্লাহ (৪৫) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌরসদরস্থ উত্তর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো.শহিদুল্লাহ সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর এলাকার মুক্তিযোদ্ধা নুরুল আলমের ছেলে। নিহত শহিদুল্লাহ এক মাস আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন।
কুমিরা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ আমিন ফারুক জানান, রাতে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে পৌর সদরের বাইপাস এলাকার ক্রসিং পয়েন্টে একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল উল্টে গিয়ে শহিদুল্লাহ গুরুতর আহত হন।
শহিদুল্লাহকে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ার তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।