৯ মাসের অপেক্ষার অবসান ঘটল। নতুন অতিথি এলো ভারতের বিখ্যাত পতৌদি পরিবারে। বলিউড সেনসেশন কারিনা কাপুর দ্বিতীয়বার মা হয়েছেন। রোববার কারিনা-সাইফ দম্পতির ঘর আলো করে আসে দ্বিতীয় পুত্রসন্তান। ছোট নবাবের আগমনে পতৌদি পরিবারে খুশির বন্যা বইছে। খবর টাইমস অব ইন্ডিয়া ও জিনিউজের।