সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১০জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।
শুক্রবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুর এলাকায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা লন্ডন এক্সপ্রেস পরিবহনের একটি বাস ও সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকামুখী এনা পরিবহনের একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। এতে বহু যাত্রী হতাহত হয়েছেন। এর মধ্যে পুলিশ ঘটনাস্থলে চারজনের লাশ উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। পরে হাসপাতালে নেয়ার পথে আরও ছয়জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পাওয়া যায়নি। খবর পেয়ে স্থানীয়দের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে।