ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি-ঈশ্বরগঞ্জ আঞ্চলিক সড়কে একটি যাত্রীবাহী বাস উল্টে গেলেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন ১০ যাত্রী।
আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আঠারবাড়ি বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে রওনা হয় নাবিহা পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস। পথে সরকারবাড়ি এলাকায় পৌঁছতেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এ সময় বাসটিতে ছিলেন এক নারীসহ ১০ জন যাত্রী। ওই নারী ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে। অল্পের জন্য প্রাণে রক্ষা পান তারা।
চালকের আসনে হেলপার! ভেতরে ৯ মাসের অন্তঃসত্ত্বাসহ ১০ যাত্রী
খবর পেয়ে স্থানীয় আঠারবাড়ি রায়ের বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জালাল উদ্দিন ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
তিনি জানান, বাসের আসল চালক ছিলেন ঈশ্বরগঞ্জে। হেলপার রাসেলকে বলেছিলেন ঈশ্বরগঞ্জ পর্যন্ত চালিয়ে যেতে। পথে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। হেলপার চালক পালিয়ে গেছে।