প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।
মঙ্গলবার রাতে মির্জা আজম নিজেই জামালপুরের সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনা পজিটিভ হলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বর্তমানে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে ঢাকার ন্যাম ভবনের নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।
সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই সাবেক প্রতিমন্ত্রী।
সূত্র জানায়, আসছে ১ এপ্রিল জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনকে সামনে রেখে মির্জা আজম এমপি মঙ্গলবার সকাল ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের মেডিকেল সেন্টারে করোনার নমুনা দেন। সন্ধ্যার পর নমুনা পরীক্ষার রিপোর্টে তার কোভিড-১৯ পজিটিভ আসে।
সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে ত্রাণ বিতরণসহ দলীয় বিভিন্ন কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিলেন। বিশেষ করে ত্রাণ তৎপরতায় তিনি সরাসরি অংশ নিয়েছেন।
জামালপুরের মেলান্দহ-মাদারগঞ্জ আসন থেকে টানা ছয়বার নির্বাচিত সংসদ সদস্য তিনি।