সাড়া দেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করে বিভিন্ন অঙ্গ সংগোঠন। এবার সারাদেশে বঙ্গবন্ধুর ১০১ তম জন্মদিন পালন করে ও বিভিন্ন অনুষ্টান আয়োজন করে। রাজশাহী জেলার বাঘাই ধুমধাম করে হাজারও মানুষ নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করেন বাঘার সাবেক পৌর মেয়র ও রাজশাহী জেলা আওয়ামিলীগ এর সদস্য আক্কাস আলী।
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আক্কাস আলী নারায়নপুর বাজার হতে ব্যান্ডপাটি সহ হাজার হাজার জনগন নিয়ে বাঘা বঙ্গবন্ধু চত্তর এর গিয়ে শেখ মুজিবুর রহমানের মিনারে ফুল দিয়ে শুভেচ্ছা যানায়।আক্কাস আলী বঙ্গবন্ধু চত্তর থে কে কেক কাটার উদ্দেশে বিশাল মিছিল নিয়ে বাঘা শাহদৌল্লা ডিগ্রি কলেজে রওনা দেই।
মিছিল টি শাহদৌল্লা ডিগ্রি কলেজে এসে শহীদ মিনারে ফুল দিয়ে বঙ্গবন্ধুর জন্য মোনাজাত করা হয়।মোনাজাত শেষ এ বঙ্গবন্ধুর ১০১তম জন্মদিন উপলক্ষে বিশাল একটি কেক কাটা হয় ও সবাইকে মিষ্টিমুখ করানো হয়।
এসময় আক্কাস আলী সবার উদ্দেশে বলেন আজকের এই দিনে যদি শেখ মুজিব জন্ম না নিত তবে বাংলাদেশ হতোনা আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতাম না।আমরা স্বাধীন ভাবে ঘুরতে মনের ভাব প্রকাশ করতে পারতাম না।তাই
আমাদের সকলের উচিত বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা।আক্কাস বলেন আমি মনে করি জাতি ধর্মবর্ন দলবল নিবিশেষএ সকলের মুজিবের জন্মদিন পালন করা উচিত।কারন তিনি শুধু আওয়ামিরীগ নেতা না তিনি সারা বাঙ্গালীর নেতা।
তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে বলেন,আমি জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ যানায় যে আমাতের জননি যেখাবে দেশকে বিশ্বের দরবারে বাংলাদেশ কে এগিয়ে নিয়ে গেছে যে ভাবে মহামারি করোনা কালে জনগনের পাশে দাড়িয়েছে,যেভাবে আম্পানের ক্ষতিগ্রস্থদের পাশে দাড়িয়েছে আর সর্বশেষ সবার আগে আমাদের করোনা টিকা এনে দিয়েছেন। একমাত্র আপনি আছেন দেখেই এখনও মাথা উচু করে দাড়িয়ে আছে লালসবুজ এর বাংলাদেশ।তিনি বলেন প্রধানমন্ত্রীর হাত ধরে আরও এগিয়ে যাবে বাংলাদেশ।
প্রতিবেদক এর এক প্রশ্নের উত্তরে সাবেক মেয়র আক্কাস বলেন আমি আওয়ামেলীগ এর ব্যানানে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করছিনা কারন আমাকে ডাকা হয়নি যদি তারা আসাকে ডাকতো তবে অবশ্যয় যেতাম।আর এটা শুধু আমার অনুষ্টান না এটা সবার অনুষ্টান।
বঙ্গবন্ধুর জন্মদিন অনুষ্টানে আরএ উপস্তিত ছিলেন সহকারি অধ্যাপক আমিরুল ইসলাম ছাত্রলীগ নেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়,সাইফুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সভাপতি মাইনুল ইসলাম মুক্তা, বঙ্গবন্ধু প্রজন্মলীগের উপজেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম স্যাম্পু.শিক্ষক সাইফুল ইসলাম রবি, সভাপ্রতি সাহাবুল ইসলাম ইমন বঙ্গবন্ধু স্মৃতিপরিষদ বাষা উপজেলা , ছাত্রলীগ নেতা সোহাগ আলী, বাঘা কৃষকলীগ এর জাহাঙ্গীর আমলসহ প্রমুখ।