ডুনেদিনে অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ট্রিন্ট বোল্ট এবং কাইল জেমিসনদের দুর্দান্ত কোনো মতো লজ্জাজনক স্কোর ঠেকিয়েছে। ৪১.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৩১ রানেই থেমে সফরকারীদের ইনিংস।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথমদিকে সাজঘরে ফিরেছেন তামিম ইকবাল এবং সৌম্য সরকার। ম্যাচের পঞ্চম ওভারের প্রথম বলে ট্রিন্ট বোল্টের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন তামিম। আউট হওয়ার পূর্বে ১৫ বলে ১৩ রান করেন তিনি। দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নামা সৌম্য সরকার কোনো রান না করেই বোল্টের বলে ডেভিড কনওয়ের হাতে ক্যাচ তুলে দেন তিনি।
এদিকে অভিষেক ম্যাচে ছক্কা মেরে প্রথম আন্তর্জাতিক রান তোলা শেখ মেদেদি হাসান ২০ বল ১৪ রান তুলতে সক্ষম হন। এছাড়া ১০ কনে তামকিন ইসলাম।
নিউজিল্যান্ডের হয়ে সরোচ উইকেট পেয়েছেন ট্রিন্ট বোল্ট। মাত্র ২৭ রানের খরচায় নিয়েছেন ৪টি উকেট। এছাড়া দুটি করে উইকেট পেয়েছেন জেমি নিশাম ও মিচেল সার্টনার।
ধা প্রথম ওয়ানডেতে বাংলাদেশের হয়ে আজ(শনিবার) অভিষেক হয়েছে টাইগার দলের উদীয়মান অলারউন্ডার শেখ মেহেদি হাসানের। নিউজিল্যান্ড সফরের এই ম্যাচটিতে তিন পরিবর্তনের অংশ হিসেবে সাকিব, শান্ত ও সাইফের জায়গায় দলে এসেছেন মোহাম্মদ মিঠুন, শেখ মেহেদি হাসান ও হাসান মাহমুদ।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, হেনরি নিকলস, ডেভন কনওয়ে, টম লাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), উইল ইয়ং, জেমস নিশাম, ড্যারেল মিচেল, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, কাইল জেমিসন এবং ট্রেন্ট বোল্ট।