নভেল করোনাভাইরাসের দুই ডোজ টিকা নেয়ার পরও চীনে কোভিডে আক্রান্ত হয়েছেন এক ব্যক্তি। গত ১৪ ফেব্রুয়ারির পর দেশটিতে এটিই প্রথম স্থানীয় সংক্রমণের ঘটনা। শনিবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
লুই নামের ওই ব্যক্তি জানুয়ারির শেষ দিকে এবং ফেব্রুয়ারির প্রথম দিকে করোনার টিকা নিয়েছিলেন। তিনি শিয়ান শহরের একটি হাসপাতালের কোয়ারেন্টাইন এলাকায় ৪ মার্চ থেকে কাজ করতেন। লুই কোয়ারেন্টাইনে থাকা লোকদের করোনা শনাক্ত পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করতেন।
চীনের ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের সাবেক মহামারি বিশেষজ্ঞ জেং গুয়াং জানান, টিকা শতভাগ সুরক্ষা দেয় না। এটি পুরোপুরি নিরাপদের চেয়ে তুলনামুলক নিরাপদ। তবে এ ক্ষেত্রে জনসাধারণের দেশের তৈরি টিকার ব্যাপারে সংশয় থাকা উচিত নয়।
তিনি জানান, করোনার তীব্র সংক্রমণ প্রতিরোধে চীনের তৈরি টিকা ৯০ শতাংশের বেশি কার্যকর। আর সার্বিকভাবে এর সুরক্ষার মাত্রা ৭০ শতাংশের বেশি। তবে যারা করোনার চিকিৎসা কেন্দ্রগুলোতে কর্মরত আছেন, তাদের পুনরায় সংক্রমিতের সম্ভাবনা নাকচ করে দেয়া যায় না।
চীন এ পর্যন্ত করোনার বেশ কয়েকটি টিকার উন্নয়ন করেছে। তবে লুই কোন টিকা নিয়েছিলেন, তা জানাননি জেং গুয়াং।