পাবনার চাটমোহরে মোবাইল ফোন কিনে না দেয়ায় নানীর উপর অভিমান করে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে অন্তর( ১০) নামে এক শিশু শিক্ষার্থী।
সোমবার (২২ মার্চ) সকালে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চক উথুলী গুচ্ছ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অন্তর ওই এলাকার আবু সাইদের ছেলে ও জুলেখা খাতুনের নাতী।সে চক উথুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতূর্থ শ্রেনীর ছাত্র । এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, বাবা মা ঢাকায় গার্মেন্টসে কাজ করায় শিশুকাল থেকেই নিহত অন্তর ও তার বড়ভাই নানী জুলেখা খাতুনের কাছেই লালিত পালিত। অভাবের সংসারে নানী তার দুই নাতীকে নিয়ে দিন মজুরি করতো। গত কয়েকদিন হলো শিশু অন্তর নানীর কাছে একটি টাচ্ ফোন কিনে দেওয়ার বায়না ধরে। কিন্তু নানী অর্থাভাবে তা কিনে দিতে পারেনি। সোমবার সকালে কাজে বের হওয়ার সময় আবারও অন্তর মোবাইল ফোন কিনে দিতে নানীর কাছে দাবী জানায়। এসময় নানী জুলেখা অন্তরকে বকাঝকা করে বড় নাতীকে সাথে নিয়ে কাজ করতে মাঠে চলে যায়। এর কিছু সময় পরেই বাড়িতে কেউ না থাকার সুযোগে নানীর উপর অভিমানে ঘরের আড়ার সাথে দড়ি বেধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
চাটমোহর থানার ইন্সপেক্টর ( তদন্ত ) হাসান বাসির জানান , খবর পেয়ে পুলিশ ভিকটিমের বাড়িতে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। লাশের ময়না তদন্তের জন্য পাবনা মেডিক্যাল মর্গে প্রেরণ করা হবে। থানায় ইউডি মামলা হয়েছে।