এম এ জিন্নাহ্ ,চাটমোহর (পাবনা) সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাও গ্রামে হিন্দুদের বাড়ি ঘরে হামলা ও ভাংচুরের ঘটনায় পাবনার চাটমোহরে উপজেলা ও পৌর পুঁজা উদযাপন পরিষদের উদ্যোগে মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
২২ মার্চ,সোমবার সকাল ১১টায় চাটমোহর পৌর সদরের দোলাবেদিতলা মোড়ে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে প্রতিবাদ সভায় বক্তারা হিন্দু পরিবারগুলোতে হামলা-ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহবান জানান।
এ সময় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক চক্রবর্তী, সাধারণ সম্পাদক প্রবীর দত্ত চৈতন্য, সহ-সভাপতি জয়দেব কুণ্ডু, সাংগঠনিক সম্পাদক রাজিব কুমার বিশ্বাস রাজু, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি শম্ভুনাথ কুণ্ডু, সাধারণ সম্পাদক তরুণ পাল, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, চাটমোহর ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি শেখ জিয়ারুল হক সিন্টু, চাটমোহর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ পরিষদের নেতৃবৃন্দ।