ভোট চাই দিতে হবে’ শ্লোগানকে সামনে রেখে পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নে ভোটের দাবীতে গাইবান্ধা এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের সচেতন ভোটারদের উদ্যোগে দ্রুত ভোটের দাবীতে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে ঘন্টাব্যাপী এক মানববন্ধন কর্মসুচী পালন করে।
মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন, রোস্তম আলী মাষ্টার, হারুন-অর-রশীদ রঞ্জু, সুরুজ হক লিটন, জসিম উদ্দিন, আব্দুর রহমান, কফিল উদ্দিন মাষ্টার ও মহির উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, পলাশবাড়ী পৌরসভা গঠনকালে কিশোরগাড়ী, পলাশবাড়ী ও বরিশাল ইউনিয়নের সীমান নিয়ে পৌরসভার এলাকা নির্ধারণ করা হয়। এতে কিশোরগাড়ী ইউনিয়নে ৪টি গ্রাম এবং বরিশাল ইউনিয়নের ১টি গ্রাম পলাশবাড়ী পৌরসভায় অন্তর্ভূক্ত করা হয়। কিন্তু বিগত ২০২০ সালের ১০ ডিসেম্বর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হলেও সীমানা জটিলতার অজুহাতে কিশোরগাড়ী ইউনিযনের নির্বাচন বন্ধ রাখা হয়েছে। এ সংক্রান্ত হাইকোর্টের নিষেধাজ্ঞা ২০১৭ সালে খারিজ হলেও অদৃশ্য কারণে নির্বাচন না হওয়ায় ইউনিয়নের সচেতন জনগণ উদ্বিগ্ন হয়ে পড়েছে। তার অবিলম্বে উক্ত ইউনিয়নের নির্বাচন দাবী করেছেন।