পাশাপশি লাইনে দাঁড়িয়ে থাকলে কোনো করোনা হবে না অথচ বাসে পাশাপাশি সিটে বসলেই করোনা হবে। অন্যান্য সব কিছু স্বাভাবিক থাকলেও শুধু গণপরিবহনের যাত্রীদের ক্ষেত্রে এমন নিয়মের সমালোচনা করছেন অনেকে। বৃহস্পতিবার (১ এপ্রিল) রাজধানীর, মিরপুর – ১০, ২, ১, টেকনিক্যাল, মাজার রোড ও গাবতলী এলাকার সাধারণ যাত্রীরা এমন অভিযোগ করেছেন।
মিল্টন নামে একজন যাত্রী ঢাকা পোস্টকে বলেন, আমি যাবো গুলিস্তান। ৩০ মিনিটের বেশি সময় লাইনে দাঁড়িয়ে আছি। তারপরও গাড়িতে উঠতে পারছি না। একটি গাড়ি আসলেও আগের স্টপেজ থেকে যাত্রী নিয়ে এসেছে। যার কারণে এখানে এসে দুই-তিনজন যাত্রী নিয়েছে। অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলার সরকারি সিদ্ধান্তের সমালোচনা করে এই যাত্রী বলেন, মিছিল, মিটিং সবই চলছে। শুধু যাত্রীদের কষ্ট দিয়েই কি করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে? বরং এই পদ্ধতিতে দুর্নীতি হচ্ছে। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। গণপরিবহন আগে যেভাবে চলেছে আবারও সেভাবেই চালানো উচিত।
আব্দুল্লা নামে একজন বলেন, শুধু গাড়িতে উঠলেই করোনা? এছাড়া অন্য কিছু করলে করোনা নেই? মার্কেটে গেলে সব খোলা, শুধু গণপরিবহনেই করোনা। এই যে আমরা দাঁড়িয়ে আছি, এখানে কি করোনা নেই? এখানেও করোনা আছে। শুধু গাড়িতে উঠলেই একজন করে বসতে হবে।
করোনাভাইরাসের কারণে সরকার ১৮টি জরুরি নির্দেশনা জারি করেছে। সেখানে গণপরিবহনে ৫০ শতাংশ সিট ফাঁকা রাখার কথা বলা হয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী, আগামী দুই সপ্তাহের জন্য গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়েছে।