করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজশাহীতে স্থগিত করা হয়েছে বইমেলা। ১ এপ্রিল থেকে নগরীর কালেক্টরেট মাঠে এই মেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
জাতীয় গ্রন্থাগারের পৃষ্ঠপোষকতায় মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এই মেলা আয়োজন করছিল রাজশাহী জেলা প্রশাসন। কিন্তু সব প্রস্তুতি সম্পন্ন করেও করোনার কারণে মেলা স্থগিত করা হয়েছে।
১ এপ্রিল প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা ছিল বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীরের। তিনি বলেন, করোনা পরিস্থিতি অবনতির কারণে সরকারি নির্দেশনা মেনে মেলা আয়োজন আপাতত স্থগিত রাখা হয়েছে। দুই সপ্তাহ পর করোনা পরিস্থিতির উন্নতি হলে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।
করোনা পরিস্থিতিতে সবাইকে জনসমাগম এগিয়ে চলার আহ্বান জানান বিভাগীয় কমিশনার। একই সঙ্গে প্রত্যেককে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান তিনি।
এদিকে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বগুড়া ও নাটোরে একজন করে দুজনের প্রাণ নিয়েছে করোনা। এ নিয়ে বিভাগে করোনায় প্রাণহানি দাঁড়াল ৪১৩ জনে।
গত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলায় ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন করোনা জয় করেছেন ১৫ জন। এ পর্যন্ত বিভাগে ২৭ হাজার ৬ জনের করোনা ধরা পড়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৪ হাজার ৮০৫ জন।