সরকারি নির্দেশ উপেক্ষা করে চট্টগ্রাম মহানগরীর বাইরে বিভিন্ন জেলা-উপজেলায় যাত্রী পরিবহন, অতিরিক্ত যাত্রী, বেশি ভাড়া আদায় করার দায়ে পাঁচজন বাস চালক ও একজন মিনিবাস চালককে জরিমানা করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। তাদের কাছ থেকে মোট সাড়ে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া অভিযানে মাস্ক না পরিধান করার কারণে ১০ যাত্রীকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (৭ এপ্রিল) সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে জিইসি মোড়, মুরাদপুর ও আমানত শাহ ব্রিজ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক ঢাকা পোস্টকে বলেন, আজ থেকে সরকারি নির্দেশনা মেনে মহানগর এলাকায় গণপরিবহন চলাচল করার কথা থাকলেও কিছু চালক নির্দেশনা উপেক্ষা করে মহানগরীর বাইরে বিভিন্ন জেলা-উপজেলায় যাত্রী পরিবহন করছেন। এছাড়া গাদাগাদি করে যাত্রী পরিবহন করতেও দেখা গেছে। যে কারণে পাঁচজন বাস চালক ও একজন মিনিবাস চালককে ৮ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়।
তিনি আরও বলেন, মহানগরীতে অনেক বাসে আসনের চেয়ে বেশি যাত্রী পরিবহনের বিষয়টি দেখা যায় এবং বেশি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া যায়। যে কারণে কয়েকজন বাস চালকে অর্থদণ্ড করা হয়। এবং সতর্ক করা হয় যাতে ভবিষ্যতে সরকারি বিধিনিষেধ প্রতিপালন করে। পাশাপাশি মাস্ক না পরার কারণে ১০ জন যাত্রীকে ১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়।
সরকারি নির্দেশনা অনুযায়ী মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।