রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মিলন মেলা অনুষ্ঠিত হযেছে। আজ শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মহা ধুমধাম করে পালিত হলো ৯৬-৯৭ সেসনের(রুফা) মিলন মেলা। রুফা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় ফ্রেন্ডস এসোসিয়েশন। রাজশাহী বিশ্ববিদ্যালযয়ের ৩৮টি ডিপার্টমেন্টের ৯৬-৯৭ সেসনের এই সংগঠন।
৯৬-৯৭ সেসনের শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের অংশ গ্রহনের মাধ্যমে এই মিলন মেলার আয়োজন করেন একই ব্যাচের সদস্য জনাব অধ্যাপক ড. সোহেল হাসান। মিলন মেলার কর্মসূচীর মধ্যে ছিল সকালে আনন্দ র্যালি, সকাল এগারোটায় আলোচনা সভা ও বিকালে সাস্কৃতিক অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড.সুলতানুল ইসলাম, প্রোভিসি.রাবি এবং টিএসসি পরিচালক জনাব আরীফ হায়দার।
৯৬-৯৭ সেসনের শিক্ষার্থীদের মিলন মেলায় দেশের বিভিন্ন প্রান্ত হতে নিজ বিশ^বিদ্যালয়ে আসতে পেরে অনেকেই আনন্দিত হবার কথা জানিয়েছেন। জনাব ইমরান আলী জানান “আমি খুব খুশি, অনেক বন্ধুদের অনেক দিন পর দেখলাম, আনন্দ করলাম। আবারো আশা রাখি এধরনের মিলন মেলা আরো হবে, অনেক হারিয়ে যাওয়া বন্ধুদের আবারো খুঁজে পাব।“ রাত্রে নৈশ ভোজের পর মিলন মেলার পরিসমাপ্তি ঘটে।